সন্ন দুর্গাপূজা উপলক্ষে নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত নীলফামারী জেলা পুলিশ সুপার কার্যালয়ে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন-জনাব মোঃ গোলাম সবুর,পুলিশ সুপার নীলফামারী।


এতে উপস্থিত ছিলেন- উত্তম কুমার রায় বাদল সভাপতি নীলফামারী জেলা পূজা উদযাপন পরিষদ। দীপক চন্দ্র রায় সাধারণ সম্পাদক জেলা পূজা উদযাপন পরিষদ। সান্তনা চক্রবর্তী সভাপতি সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সহ প্রমূখ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।


মতবিনিময় সভায় আসন্ন দূর্গা পূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সহ বিভিন্ন  বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024