শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক বাজার মনিটরিং

রনজিৎ বর্মন শ্যামনগরউপজেলা প্রতিনিধি  ঃ মঙ্গলবার বিকাল ৫টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের নকিপুর বাজারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সরকার ঘোষিত নির্ধারিত দ্রব্য মূল্যে আলু সহ অন্যান্য কাঁচামাল বাজারদর নিশ্চিত করণে অভিযান পরিচালনা করেন।

তিনি বাজারে দাঁড়িয়ে থেকে বিশেষ করে আলু বিক্রয় মনিটরিং করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান, শ্যামনগর থানা পুলিশ প্রমুখ।

বাজার মনিটরিং বিষয়ে সাধারণ জনগণ সন্তোষ প্রকাশ করেন। তবে বাজার মনিটরিং কার্যক্রম জনসাধারণের সুবিধার্তে অব্যাহত রাখার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।

ছবি- শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান কর্তৃক বাজার মনিটরিং চিত্র।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024