|
Date: 2023-09-26 14:35:28 |
ঝিনাইদহের শৈলকুপা হতে দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্রসহ ০১জন অস্ত্রধারী সন্ত্রাসী কে গ্রেফতার করেছে র্যাব-৬।রোববার (২৪ সেপ্টেম্বর) র্যাব-৬, সিপিসি-২,ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ জেলার শৈলকুপা থানাধীন বড়িয়া গ্রাম এলাকায় কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অবৈধ মাদকদ্রব্য নিজ হেফাজতে রেখে চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম করার উদ্দেশ্যে অবস্থান করছে।প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি শৈলকুপা থানাধীন বড়িয়া গ্রাম বরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে,এ সময় ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার চর- ধলহরা গ্রামের মোঃ দিলবার মন্ডলের ছেলে মোঃ ইমদাদুল মন্ডল(৪১) কে গ্রেফতার করে।এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ০১ টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়।গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে এলাকায় বিভিন্ন মাদক
ব্যবসা,চাঁদাবাজি,রাহাজানীসহ, সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।
© Deshchitro 2024