|
Date: 2023-09-26 15:20:56 |
মধুপুরে বিভিন্ন সেবাখাতে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় ও করণীয় বিষয়ে এক মুক্ত আলোচনা সভা ব্র্যাক লার্ণিং সেন্টারে অুনষ্ঠিত হয়। গত সোমবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর এ ওরিয়েন্টেশনের আয়োজন করে।
এতে সনাক ও সনাক’র তত্ত্বাবধানে তরুনদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট এন্ড সার্পোট (ইয়েস) এবং তৃণমূল পর্যায়ে কমিউিনিটিভিত্তিক দুর্নীতিবিরোধী সংগঠন অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি)’র শতাধিক সদস্য অংশ নেয়।
সনাক সভাপতি আব্দুল মালেক এর সভাপতিত্বে দুর্নীতিবিরোধী আন্দোলন ও সেবাখাতে শুদ্ধাচার চর্চার প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র টিআইবি’র কো-অর্ডিনেটর আতিকুর রহমান। অন্যান্যে মধ্যে বক্তব্য রাখেন,সনাক সহ সভাপতি বাপ্পু মৃ, ইয়েস উপ কমিটি আহবায়ক বজলুর রশিদ খান প্রমূখ।
সভায় দুর্নীতিবিরোধী কার্যক্রমকে আরো ফলপ্রসূ ও বেগবান করার উপর সদস্যরা গুরুত্বারোপ করেন। মুক্ত আলোচনায় ভূমি উপকমিটি আহবায়ক আব্দুস সামাদ তালুকদার, শিক্ষা উপকমিটি আহবায়ক শ্রীকুমার গুহ নিয়োগী, ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক উপকমিটি আহবায়ক সাদের আলী, সনাক সদস্য গৌরাঙ্গ বর্মন, ইয়েসের পক্ষ থেকে দলনেতা রুহুল আমীন রনি ও সহ-দলনেতা মিতু আক্তার, ইয়েস সদস্য সাইফুল ইসলাম, ইয়েস সদস্য শফিকুল ইসলাম, ইয়েস সদস্য মোকসেদ আলী, ইদিলপুর হাই স্কুল এসিজি সমন্বয়ক তাসলিমা ইয়াসমীন, রামকষ্ণবাড়ী প্রাইমারী স্কুল এসিজি সন্বয়ক তানভীর তছির, কুড়াগাছা উপ-স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র এসিজির সহ সমন্বয়ক হুমায়ুর কবির, রামজীবন স্মৃতি হাই স্কুল এসিজি সদস্য পল্লব মৃ প্রমূখ আলোচনায় অংশ নেয়।
মুক্ত আলোচনা শেষে উপস্থিত সকল সদস্য দুর্নীতি প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের অঙ্গীকার করেন। এসময় সনাক সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার সকলকে দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান।
© Deshchitro 2024