|
Date: 2023-09-26 15:34:06 |
অসহায় পরিবারের পাশে মানবিক যুবক ওমর ফারুক নোমান, সাদিকুল ইসলাম, আকরামুল হক সোহাগ ও জয়নাল আবেদিন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্য সহায়তার মাধ্যমে একটি অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুবলীগ নেতা শেখ ওমর ফারুক নোমান, সাবেক সহ সম্পাদক মৌলভীবাজার জেলা শাখা, ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা আকরামুল হক সোহাগ, যুবলীগ নেতা সাদিকুল ইসলাম এবং ইডাফ শ্রীমঙ্গলের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় শ্রীমঙ্গল শহরের সফেদ আলী রোডের বাসিন্দা প্রতিবন্ধি আবুল মিজির অসচ্ছল পরিবারের বাসায় গিয়ে এক মাসের খাদ্য পৌছে দেন মানবিক এ তরুণরা।
এক বস্তা চাল, ডাল, পিয়াজ, রসুন, তেল, আলু, মাছসহ এক মাসের খাদ্য সামগ্রি।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও ইডাফ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হক।
এসময় মানবিক যুবকরা অসহায় পরিবার-কে আগামীতে আরও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অসহায় পরিবার সুত্রে জানা যায়, দীর্ঘদিন অ্যাজমাসহ নানা জঠিল রোগে আক্রান্ত হয়ে ওষুধ সেবন করার উন্নতি না হওয়ায় শরীরে ইনফেকশন হয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে অপারেশন করে একটি পা কেটে ফেলা হয়। আরেকটি পাও যেকোনো সময় অপারেশন লাগবে বলে চিকিৎসক জানিয়েছেন। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না তিনি। পা কাটার পর এই পরিবারে একমাত্র উপার্জনকারী বক্তি ঘরবন্দি হয়ে যাওয়ায় সংসারের চাকাও বন্ধ হয়ে পড়ে। এরপর থেকে তার স্ত্রীকে নিয়ে সংসার চালাতে পারছেন না। সংসার পরিচালনা, চিকিৎসা, ঘর ভাড়াসহ নানাভাবে এই অসচ্ছল পরিবার নিয়ে তিনি নানা কষ্টে দিনতিপাত করছেন। এই খবর পেয়ে মানবিক যুবকরা ছুটে যান অসহায় পরিবারের বাসায়।
© Deshchitro 2024