|
Date: 2023-09-26 17:13:30 |
নীলফামারীর ডোমার উপজেলার কেতকীবাড়ীতে পুকুরের পানিতে ডুবে দেড়বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৬শে সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের গোলাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে। দেড়বছর বয়সী নিহত শিশুটি একই গ্রামের মোঃ লিটন হোসেনের কন্যা।
স্থানীয়রা জানায়, বিকাল ৪টার দিকে শিশুটি বাড়ির উঠানে খেলছিল। সেসময় তাঁর মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। আধঘন্টা পর শিশুটির মা তাঁর খোঁজ করলে খুঁজে পাওয়া যায়নি। বিকাল ৫টার দিকে বাড়ির পার্শ্বের একটি পুকুরে ভেস্ব থাকতে দেখা যায়।
এলাকাবাসী জানায়, পুকুরের পানিতে ভেসে থাকা অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চিকিৎসককে খবর দেওয়া হলে, তিনি শিশুটিকে মৃত ঘোষণা করেন।
© Deshchitro 2024