নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি অভিযানে জেল-জরিমানা 


ময়মনসিংহের নান্দাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।এতে পৃথক দুটি অভিযানে একজনকে জেল ও এক পেট্রোল পাম্পকে আর্থিক জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নান্দাইল চৌরাস্তায় অবস্থিত মেসার্স হাজী ফিলিং স্টেশনকে ওজনে কম দেওয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লংঘনের অপরাধে উক্ত আইনের ৪৬ ধারায় ৭৫ হাজার নগদ টাকা অর্থদণ্ড দেওয়া হয় 


এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিএসটিআই পরিদর্শক আমির হামজা, নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুণ কৃষ্ণ পাল ও স্থানীয় পুলিশ প্রশাসন। 


এদিকে গত সোমবার সন্ধ্যার পর ইউএনও অরুণ কৃষ্ণ পাল পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে চরভেলামারিতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করায় তফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও বালু তোলার কাজে ব্যবহৃত চারটি সেলু ইঞ্জিন জব্দ করা হয়। 


তফাজ্জল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারী গ্রামের আব্দুল খালেকের ছেলে। 


নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল বলেন,উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে। যেকোনো অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এতে তিনি সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।  

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024