|
Date: 2023-09-27 07:22:32 |
বাজার পরিদর্শন করলেন নান্দাইলেের ইউএনও অরুন কৃষ্ণ পাল
নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাচাই,বাজার নিয়ন্ত্রণ ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে ময়মনসিংহের নান্দাইলে পুরাতন বাজার পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল।
বুধবার (২৭ সেপ্টেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনও উপজেলার পুরাতন বাজারের বিভিন্ন দোকান পরিদর্শন করেন এবং দোকানিদের সাথে কথা বলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যাচাই করেন।
যে সকল দোকানে মূল্য তালিকা সঠিকভাবে নেই তাদের সতর্ক করে দেন এবং প্রত্যেক দোকানে নির্দিষ্টস্থানে স্পষ্টভাবে মূল্য তালিকা লিখতে বলেন।এসময় আলু,পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর যাচাই করা হয়। সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত দামে দ্রব্যাদি বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বলেন,বাজার পরিদর্শনে গিয়ে আলু, পেঁয়াজ, ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর যাচাই, সরকার নির্ধারিত মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত দামে দ্রব্যাদি বিক্রি করতে ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। তিনি নিয়মিত বাজার পরিদর্শন করার কথা জানান।
এর আগে গত দুইদিনে পৃথক দুটি অভিযানে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ উপায়ে বালু উত্তোলন করায় একজনকে ১৫ দিনের কারাদণ্ড ও বালু তোলার কাজে ব্যবহৃত চারটি সেলু ইঞ্জিন জব্দ এবং এক পেট্রোল পাম্পকে ৭৫ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়েছে।
© Deshchitro 2024