|
Date: 2023-09-27 09:57:15 |
উত্তর চট্টগ্রামের রক্তদাতা সংগঠন মানবতার কল্যোণে ব্লাড ডোনার্স এর ব্যবস্থাপনায় জনপ্রিয় মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার কল্যাণে আমরা এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান আগামী ৭ই অক্টোবর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ নুর জাহান কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে উল্লেখযোগ্য থাকবে- # শিক্ষা সামগ্রী বিতরণ # গুনীজন সংবর্ধনা # পুরষ্কার বিতরণ # বৃক্ষ বিতরণ # কার্যকরী সদস্যদের অভিভাবককে সংবর্ধনা # অসহায়-পথশিশুদের মাঝে একবেলা আহার বিতরণ # মাদ্রাসা ভিত্তিক ইসলামী কুইজ প্রতিযোগীতা।
এতে সভাপতিত্ব করবেন মানবতার কল্যাণে আমরা ও মানবতার কল্যাণে ব্লাড ডোনার্স সংগঠনের সভাপতি চৌধুরী মোহাম্মদ জামান। এতে সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য একান্ত ভাবে অনুরোধ জানিয়েছেন অনুষ্ঠান পরিচালনা কমিটি-২০২৩ইং এর আহ্বায়ক- জুবাইর হোসেন, যুগ্ম আহ্বায়ক- খালেদ সাইফুল্লাহ, সচিব- আসিফ আহমেদ, যুগ্ম সচিব- শিমুল আহমেদ সহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।
© Deshchitro 2024