|
Date: 2023-09-27 14:01:45 |
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের নীলফামারী জেলা পর্যায়ের বালক ও বালিকা ইভেন্টে ফাইনাল খেলায় রানার্সআপ ডোমার উপজেলা।
বুধবার (২৭শে সেপ্টেম্বর) বিকালে জেলার নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর এমপি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালক) ফাইনালে ডোমারের পশ্চিম সোনারায় সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চাম্পিয়ন হয়েছে নীলফামারী সদরের নতিব চাপড়া শাহপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের (বালিকা) ফাইনালে ডোমারের দক্ষিণ আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৬-১ গোলে পরাজিত করে জেলা চাম্পিয়ন হয়েছে কীর্ত্তনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
© Deshchitro 2024