|
Date: 2023-09-27 17:41:45 |
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষ্যে নীলফামারীর ডোমারে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে ডোমার থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭শে সেপ্টেম্বর) বিকালে ডোমার থানা চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন—ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী।
এসময় ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ করিম, ডোমার উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গণেশ কুমার আগরওয়ালা, সাধারণ সম্পাদক দেবব্রত রায় তপু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক দিলীপ মুখোপাধ্যায়, সিনিয়র সহ-সভাপতি জগবন্ধু রায় প্রমূখ সহ দুই সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সভায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রেখে আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনে বহুমুখী পরিকল্পনা সহ নিরাপত্তা বিষয়ক আলোচনা করা হয়।
© Deshchitro 2024