|
Date: 2022-10-01 07:00:00 |
ইউনিভার্সেল বক্সিং চ্যাম্পিয়ানশিপ ২০২২ দা সাউথ এশিয়ান নকআউট চ্যালেঞ্জ পর্বে বিজয়ী হয়েছে বানিয়াচংয়ের মেয়ে তানজিমা সুলতানা শেলী।
শুক্রবার (৩০সেপ্টেম্বর) ঢাকার শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত বক্সিং প্রতিযোগীতায় রংপুরের শারমীন আক্তার রুমকি কে হারিয়ে বিজয়ী হন শেলী।
প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং বক্সিং ক্লাবের কোচ জুয়েল রহমান,টিম ম্যানেজার ও বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন সাধারণ সম্পাদক সাহিবুর রহমান। যার উৎসাহ, অনুপ্রেরণা ও দক্ষ নেতৃত্বের কারণে বানিয়াচংয়ের বক্সিং ও নারী ফুটবল টিম বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে সাফল্য লাভ করছে। অন্যদিকে, প্রতিযোগীতায় টাইম কিপিংয়ে ছিলেন বানিয়াচংয়ের আরেক বক্সার লিপি সুলতানা মনি।
পরে বিজয়ীর হাতে মেডেলসহ নগদ অর্থ পুরষ্কার হিসেবে তোলে দেন প্রতিযোগীতায় আসা প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
© Deshchitro 2024