|
Date: 2023-09-28 16:08:55 |
নীলফামারীর ডিমলায় ফেনসিডিলসহ মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
(২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাংগারহাট হোসেনের মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পশ্চিম ছাতনাই ইউনিয়নের ঠাকুরগঞ্জ পিয়াজীপাড়া গ্রামের হাফিজার ইসলামের স্ত্রী কাজলি আকতার (৪৫) ও তার ছেলে কাজল ইসলাম (২০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডাংগারহাট হোসেনের মোড় এলাকায় অভিযান চালিয়ে মা-ছেলেকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছে ৩৬ বোতল ফেনসিডিল পাওয়া যায়।ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, ‘ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসায়ীরা সম্পর্কে মা ও ছেলে। তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদকের কারবার করে আসছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে নীলফামারী আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
© Deshchitro 2024