কুষ্টিয়া জেলা কুমারখালী ওলামা পরিষদ উদ্যোগে  আজ ২৮  সেপ্টেম্বর কুমারখালী পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।


উক্ত অনুষ্ঠানে কুমারখালী উপজেলাধীন প্রায় ৩০ টি  মাদরাসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন, প্রতিযোগির সংখ্যা ছিল প্রায় ৩০০ জন, সকাল ৯ টা থেকে শুরু হয়ে রাত দশটা পর্যন্ত চলে এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া  হয়, 


প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আব্দুল হামিদ, সভাপতি: কুষ্টিয়া জেলা ওলামা পরিষদ 


বিশেষ আলোচক হিসেবে উপস্হিত ছিলেন মাওলানা রফিকুল ইসলাম নদভী  ,সেক্রেটারি: কুষ্টিয়া জেলা উলামা পরিষদ 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সামসুজ্জামান অরুন, মেয়র কুমারখালী পৌরসভা।


বিশেষ মেহমান ছিলেন মাও. আজিম উদ্দিন কুষ্টিয়া মারকাজ মসজিদ

 

বক্তব্য রাখেন হাফেজ মাও: দেলোয়ার হোসাইন মাজহারী 

সভাপতি :কুমারখালী উলামা পরিষদ। এস এম রফিকুল ইসলাম কাউন্সিলর কুমারখালী পৌরসভা 

 অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাও. আব্দুল মালেক সিনিয়র সহ সভাপতি, অত্র পরিষদ 

 সহযোগীতায় ছিলেন  মাও.আবু রায়হান মাহমুদী

 হাফেজ তাওসিফ রহমান 

 প্রধান বিচারক ছিলেন মুফতি ওমর ফারুক কাসেমী,আইন বিষয়ক সম্পাদক,কুমারখালি উলামা পরিষদ। বিভিন্ন গ্রুপ ভিত্তিক অনেকেই বিচারকের দায়িত্ব পালন করেন,

 উপস্থিত ছিলেন :

 হাফেজ যোবায়ের হোসেন , মুফতি আব্দুস সালাম,  হাফেজ খালেদ সাইফুল্লাহ, মুফতি আজিম উদ্দিন ,মুফতি কাউছার আহমেদ, মুফতি আব্দুল হাদী,হাফেজ আনাস খান, মুফতি অলিউল্লাহ, মাও. মাসুদুর রহমান, হাফেজ ফিরোজুল  আলম, হাফেজ আব্দুর রাজ্জাক, কারী নুরুজ্জামান, হাফেজ সাব্বির আহমেদ,হাফেজ ইমরান হোসাইন,মাওলানা মাহমুদুল হাসান, মুফতি আহসান হাবিব, হাফেজ রুহুল আমিন , মাও. আমিরুল ইসলাম, মাও. আব্দুস সালাম, মুফতি কাওছার আহমদ ,মুফতি শিহাব উদ্দিন, হাফেজ জসিমউদদীন ,হাফেজ আহসান হাবিব   

সহ আরো অনেকেই উপস্থিত  ছিলেন। 


অনুষ্ঠান শেষে দেশ ও জাতির জন্য দুয়া করা হয়

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024