|
Date: 2023-09-28 17:22:12 |
মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জন্মদিন উপলক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮শে সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি জামেয়া তাহেরিয়া বদরুল আলম রোনা সুন্নিয়া দাখিল মাদ্রাসা থেকে জশনে জুলুসের একটি শোভাযাত্রা বের হয়ে চিলাহাটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ডোমার উপজেলা শাখা গাউসিয়া কমিটি বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত শোভাযাত্রাটি পরবর্তীতে চিলাহাটি জামেয়া তাহেরিয়া বদরুল আলম রোনা সুন্নিয়া দাখিল মাদ্রাসায় এসে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় মাদ্রাসাটির সুপারিন্টেন্ডেন্ট সহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তা ও গাউসিয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দরা মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনী সম্পর্কিত আলোচনা করেন।
© Deshchitro 2024