কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি সাবেক ছাত্রনেতা আব্দুর রহিম সিকদার রাসেল এর আয়োজনে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ্য তনয়া,ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে নিয়ে যাওয়া মহীয়সী নারী,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা শ্রমিকলীগের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ আওয়ামিলীগ এর সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অলোচনা সভা রেলী ও খাবার বিতরণ সহ দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কাটা হয়।

এসময়,বক্তরা,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বলেন, তিনি দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর হাত ধরে বাংলাদেশ আরো বহুদূর এগিয়ে যাবে। আগামী দিনেও তিনি এভাবে যেনো দেশের জন্য কাজ করে গণমানুষের মুখে হাসি ফোটানো এক সফল রাষ্ট্র নায়ক। তাঁর সৃষ্টিশীল চিন্তা ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, অর্থনীতি, তথ্য-প্রযুক্তির আধুনিকায়ন, গ্রামীণ অবকাঠামা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদশ এখন বিশ্ববাসীর কাছে উন্নয়নের ‘রোল মডল’। এ মহান রাষ্ট্র নায়কের নিরলস পরিশ্রমের ফলে সকল সূচকে বাংলাদেশ এখন অন্য দেশের তুলনায় অনেক এগিয় যাচ্ছে। জন্মদিনে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশের কল্যাণ দোয়া কামনায় করে।আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নৌকা মার্কা দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার অনুরোধ জানান।

আলোচনা সভা ও খাবার বিতরণ  শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও  মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024