শ্যামনগরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ বণিককে সংবর্ধনা

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ    বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরির আয়োজনে লাইব্রেরি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪(অতিরিক্ত সচিব) দিলীপ কুমার বণিককে শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে আগমন উপলক্ষে অভিনন্দন ও সংবর্ধনা প্রদান করা হয়।

পাবলিক লাইব্রেরীর সহ-সভাপতি সাবেক অধ্যক্ষ জি এম ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪(অতিরিক্ত সচিব) দিলীপ কুমার বণিক।

প্রধান অতিথি বক্তব্যে শ্যামনগর উপজেলায়  ইউএনও হিসাবে চৌদ্দ বছর পূর্বে কর্মরত ছিলেন সে বিষয়ে স্মৃতি চারণ করেন। এছাড়া কর্মজীবনের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা উল্লেখ করেন।

স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ আশেক ই এলাহী। বক্তব্য রাখেন শ্যামনগর পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক সহ-অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ,  বীরমুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শিল্পী রানী মহালদার, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, অধ্যক্ষ আব্দুল ওহাব, প্রধান শিক্ষক ড.মুহাঃ আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, নকশীকাঁথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, লাইব্রেরীর সদস্য রনজিৎ বর্মন, সিডিওর পরিচালক গাজী আল ইমরান, অনলাইন নিউজ কাব সভাপতি মারুফ হোসেন মিলন প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক আব্দুল্লাহ আল ফারুক।
উল্লেখ্য যে,বাংলা লোকনাট্য ইনস্টিটিউটের পক্ষ থেকে সন্ধ্যায় প্রধান অতিথি সহ তার স্ত্রী ও কন্যাকে সংবর্ধনা প্রদান করা হয়।

ছবি- শ্যামনগর পাবলিক লাইব্রেরীতে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক পিইডিপি-৪(অতিরিক্ত সচিব) দিলীপ কুমার বণিক।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024