|
Date: 2023-09-29 09:20:30 |
টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়।
আজ (২৯ সেপ্টেম্বর) শুক্রবার, মির্জাপুর প্রত্যাশা কমিউনিটি সেন্টারে, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে কেক কাটা,দুয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য রাফিউর রহমান খান ইউসুফজাই (সানি), মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত , সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন। আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওয়াকিল আহমেদ , শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার নাহিদ । অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024