|
Date: 2023-09-29 10:21:02 |
শ্যামনগরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে শিক্ষক ও সুধীজনের মতবিনিময়
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ে শিক্ষক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। প্রধান অতিথি বক্তব্যে সরকারের শিক্ষার উন্নয়নের চিত্র তুলে ধরেন। এ ছাড়া তিনি বক্তব্যে সভার প্রধান আলোচক বিগত চৌদ্দ বছর পূর্বে শ্যামনগর উপজেলায় ইউএনও হিসাবে কর্মরত ছিলেন তার সে সময়ের কার্যক্রমের প্রশংসা করেন।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, পিইডিপি-৪(অতিরিক্ত সচিব) এফসিএমএ দিলীপ কুমার বণিক। প্রধান আলোচক বক্তব্যে বলেন প্রাথমিক শিক্ষা সকলের শিক্ষা। তিনি মানসম্মত শিক্ষা নিশ্চিত করণে সকলের সহায়তা চান।
শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, শ্যামনগর প্রেসকাব সভাপতি জি এম আকবর কবীর, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার শাহিন আলম। অনুষ্টান পরিচালনা করেন প্রধান শিক্ষক পরিমল কর্মকার।
ছবি- শ্যামনগরে মানসম্মত প্রাথমিক শিক্ষা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন এমপি এস এম জগলুল হায়দার।
© Deshchitro 2024