|
Date: 2023-09-29 13:46:46 |
জ্যামজটে অতিষ্ঠ দুর্গাপুরগামী যাত্রীরা
শ্যানগঞ্জ থেকে দুর্গাপুর মাত্র ৩৫ কে.মি.। বাস বা সিএনজি দিয়ে যেতে সময় লাগে সর্বোচ্চ ৩০-৩৫ মিনিট। কিন্তু বালুবাহী ট্রাকের কারনে চরম জ্যামজট সৃষ্টি হয়। এটা ২-১ দিনের রুটিন না। প্রত্যেকদিন এমন জ্যামজটে ভোগান্তির শেষ নাই যাত্রীদের।
২ ঘন্টা জ্যামে আটকে থাকা 'মো: শরিফুল ইসলাম' জানান, 'শুধুমাত্র ট্রাক চালকদের অনিয়মের জন্যই এই তীব্র যানজট। অনিয়মের কারনেই প্রত্যাহ ঘটছে প্রানহাণীর ঘটনা। '
সন্ধ্যা হলেই যেন রাস্তা বন্ধ। গাড়িতে জার্নিং করার চেয়ে যেন হেঁটে চলাই শ্রেয়। ৩৫ মিনিটের রাস্তায় লেগে যায়, ২-৪ ঘন্টা। দৈনিক ২-৫ হাজার ট্রাক চলাচল এ রোডে। নেই কোন ট্রাফিক নেয়ম। বেপরোয়া ট্রাক চালকদের জন্যই এই রাস্তা হয়ে উঠেছে মৃত্যুপথ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিতে পরলেও না দেখার মতোই চলছে সব। যেন এর কোন সুরাহা নাই। মানুষ মরছে মরুক। কারো কোন ব্যাথা নাই।
তবে ট্রাফিক আইনের আওতায় এ রাস্তা আনা হলে ৬০% রোড দূর্ঘটনা ও জ্যামজট কমে আসবে বলে ভিজ্ঞজনদের মতামত।
© Deshchitro 2024