|
Date: 2023-09-29 15:56:18 |
কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর)বিকেল ৪টায় কৃষ্ণপুর স্কুলমাঠে সংসদীয় আসন ফরিদপুর -৪ সদরপুরের সাথে কৃষ্ণপুর ইউনিয়ন একিভূত হওয়ায় কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ,সহ- সভাপতি শ্যামল কুমার ব্যানার্জি,সহ-সভাপতি মাইনুদ্দিন আহমেদ মানু,সহ-সভাপতি কে এম সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান,সহ-সভাপতি কাজী হেদায়েত উল্লাহ সাকলাইন,শ্রম বিষয়ক সম্পাদক ফাইজুর রহমান,কৃষি বিষয়ক সম্পাদক বাবু দীপক মজুমদার,ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস,বাংলাদেশ আওয়ামীলীগ ফরিদপুর জেলা শাখার উপ দপ্তর সম্পাদক আনিসুর রহমান খান,সদরপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ফকির আঃ সাত্তার,যুগ্ম আহবায়ক গাজী মোঃ করিম,যুগ্ম আহবায়ক আবু আলম রেজা,যুগ্ম আহবায়ক রুহুল মুরসালিন রিপন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ রব ফকির,সঞ্চালনায় ছিলেন,কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রাণ রায় চৌধুরী পিরু ঠাকুর ও আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান সহ স্হানীয় গন্যমান্য,আওয়ামীলীগের জেলা ও উপজেলা পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কাজী জাফর উল্লাহ বলেন,নৌকার পক্ষে ভোট দিলে শেখ হাসিনা পাবে,অন্য জায়গায় ভোট দিলে শেখ হাসিনা পাবে না।আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়ে হাট্টিক করিয়েছেন।আশা করি এবারও ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় বসাবেন।দেশে ষড়যন্ত্র চলছে নির্বাচনকে বানচাল করে পিছনের দরজা দিয়ে বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়।তাদের এই নীল নকশা কোন দিন বাস্তবায়ন হবে না।
© Deshchitro 2024