|
Date: 2023-09-30 01:21:14 |
“রক্ত দিবো বাচাবো প্রাণ,স্বেচ্ছায় করবো রক্তদান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইল উপজেলা ব্লাড ডোনেট সোসাইটির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলার বাঁশহাটি উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুমন মিয়ার সভাপতিত্বে সংগঠনের সাধারণ সম্পাদক হৃদয় মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ও প্যাথলজি বিভাগীয় প্রধান ডাঃ মতিউর রহমান ভূঁইয়া।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব নান্দাইলের সভাপতি হান্নান মাহমুদ, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মো.এনামুল হক বাবুল।
এসময় আরো বক্তব্য রাখেন সেচ্ছাসেবী পিতুল শেখ, মাসুম বিল্লাহ,আতাউর রহমান, মো. সিয়াম, বরকত উল্লাহ্ , রিয়াদ, মোজাম্মেল হক, মুরাদ মিয়া, মাসুম হাসান প্রমুখ।
অনুষ্ঠানে নান্দাইল, তাড়াইল, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, কিশোরগঞ্জ সদর,হোসেনপুর ও ময়মনসিংহ সদরের ১৯ টি রক্তদাতা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অভিভাবকসহ উপস্থিত নিয়মিত রক্তগ্রহিতা থ্যালাসেমিয়া আক্রান্ত ১৫ জন শিশু রোগীকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
© Deshchitro 2024