প্রবল বর্ষণে পানির তোড়ে নীলফামারীর ডোমার এশিয়ান হাইওয়ের সংযোগ সড়ক ধসে যাওয়ায় ভাঙা অংশটি ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করে দিয়েছেন ৮নং ডোমার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ। এতে এলাকাবাসীর প্রশংসায় ভাসছেন তিনি।

সড়কটি ভেঙে যাওয়ার সপ্তাহখানেক পর গত বৃহস্পতিবার  (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত এশিয়ান হাইওয়ের সংযোগ সড়ক চেয়ারম্যানপাড়া-দোলাপাড়া সড়কটির ভাঙা অংশ সংস্কার করার পর সড়কটি দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

জানা গেছে, সড়কের ধসে যাওয়া অংশ দ্বিখন্ডিত হওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক ও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট দপ্তরে ভাঙা অংশ দ্রুত সংস্কারের আবেদনও করেন তিনি। কিন্তু সংস্কারের ব্যপারে কর্তৃপক্ষ তেমন কোনো আগ্রহ না দেখানোতে ভাঙা অংশটি সেভাবেই পড়ে ছিল।

এবিষয়ে ৮নং ডোমার সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ জানান, উপজেলা পরিষদে সড়ক সংস্কারের ব্যাপারটি জানানোর পরেও তারা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। এলাকাবাসীর দুর্ভোগ-ভোগান্তির কথা চন্তা করে ব্যক্তিগত ও ইউনিয়ন পরিষদের অর্থায়নে দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করা হয়েছে।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে প্রবল ভারী বর্ষণে নিচু এলাকাটিতে পানি জমে যায়। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় তীব্র স্রোতে সড়কটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়। এতে যানচলাচলে বিঘ্ন ঘটে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024