গাজীপুরের কাপাসিয়া এলাকা থেকে ট্রাকের ছাদে অত্যন্ত সু-কৌশলে লুকিয়ে রাখা ২১  কেজি গাঁজাসহ মো. দুলাল মিয়া(৪৩)নামে এক ট্রাক চাকলকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর)বিকাল ৫টায়  ওই এলাকার উজলী দিঘীরপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুলাল ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের আদমপুর এলাকার মৃত কাছম আলী এর ছেলে।

র‍্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মো.ইয়াসিন আরাফাত হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে একটি ট্রাকে( বি- বাড়িয়া-ট-১১-০০১৯)করে গাঁজার বড় একটি চালান গাজীপুর হয়ে দিকে আচ্ছে।

পরে শুক্রবার বিকালে জেলার কাপাসিয়ার উজলী দিঘীরপাড়ের  মেসার্স জাহান ফিলিং স্টেশন এর সামনে কিশোরগঞ্জ-কাপাসিয়াগামী মহাসড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে দুলাল কে গ্রেপ্তার করা হয়।এ সময় ড্রাইভিং সিটের উপরে ট্রাকের ছাদে অত্যন্ত সু-কৌশলে আলাদাভাবে তৈরিকৃত ক্যারিয়ার বক্সে রক্ষিত ২১ কেজি গাঁজাসহ(আনুমানিক মূল্য ২ লক্ষ ৫২ হাজার টাকা), ১টি ট্রাক,২টি মোবাইল ফোন ও নগদ ১ শত ৫০ টাকা উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে জেলার কাপাসিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রয় করে আসছিলেন।

গ্রেপ্তার আসামিকর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024