|
Date: 2023-09-30 08:15:57 |
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৩ উদযাপন করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় “বিনিয়োগের অগ্রাধীকার, কন্যাশিশুর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম ও কিশোর-কিশোরী ক্লাবের সদস্যগণ। এসময় মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী আব্দুল বারি ও অফিস সহায়ক ফরিদসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভার আগে ইউএনও ফারুক আল মাসুদের নেতৃত্বে এক র্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
© Deshchitro 2024