গাজীপুরের শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যান সমিতি এবং উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ মেহেদী হাসান আশিক এর ২৭ তম জন্ম বার্ষিকি উৎযাপন করা হয়। মেহেদী হাসান আশিক দায়িত্বশীলতার সহিত শ্রীপুরে বিভিন্ন অঞ্চলে বাংলাদেশ সংবিধান অনুযায়ী এবং বাল্যবিবাহ আইন বাস্তবায়ন করার লক্ষ্য সবসময় নিয়জিত থেকে কাজ করে যাচ্ছেন।


মেহেদী হাসান আশিক এর জন্ম বার্ষিকিতে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নারী ও শিশু কল্যান সমিতির সাধারণ সম্পাদক মোঃ রানা, উপস্থিত ছিলেন উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ।  এ সময় আরো উপস্থিত ছিলেন নারী ও শিশু কল্যান সমিতি বরমী ইউনিয়ন শাখার সভাপতি মানবাধিকার কর্মী রিয়াজ আহমেদ আল-আমিন এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মুহসিন মিয়া শাহিন। 


এ সময় এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং মেহেদী হাসান আশিক এর আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন।  


এ সময় মেহেদী হাসান আশিক বলেন আজকের আয়োজন আমার স্ত্রী এবং সন্তানদের জন্য উৎসর্গ করলাম।  মেহেদী হাসান আশিক  আরো বলেন আগামী দিন গুলো যেন ভালো এবং শান্তি পুর্ণভাবে কাটে তার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024