|
Date: 2023-10-01 06:12:44 |
ছিন্নমূল কর্মজীবীদের প্রতিভা অন্বেষণে আনুষ্ঠানিকভাবে নীলফামারীর ডোমারে সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০শে সেপ্টেম্বর) রাতে উপজেলা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের আয়োজনে অনুষ্ঠিত ছিন্নমূল কর্মজীবীদের সঙ্গীত প্রতিযোগিতার উদ্বোধন করেন—নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. মমতাজুল হক।
ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন-নবী, ছিন্নমূল কর্মজীবী সঙ্গীত প্রতিযোগিতার আহ্বায়ক অধ্যক্ষ মোঃ শাহিনুল ইসলাম বাবু প্রমূখ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিযোগিতার অডিশন রাউন্ডে ‘ইয়েস কার্ড’ প্রাপ্ত শতাধিক ছিন্নমূল কর্মজীবী সঙ্গীত শিল্পীদের অংশগ্রহণে দলীয় ও একক সঙ্গীত পরিবেশন করা হয়। প্রতিযোগিতাটি কয়েকটি ধাপে অনুষ্ঠিত হয়ে ফাইনাল রাউন্ডে ফলাফল প্রকাশ হবে।
© Deshchitro 2024