লাল-সবুজকে হৃদয়ে ধারণ করে চ্যানেল আই এর ২৫ বর্ষে পদার্পণ  উপলক্ষে  কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।


রোববার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে শুভেচ্ছা বিনিময়, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন- জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন, সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উদয় শংকর চক্রবর্তী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মমিনুল ইসলাম মঞ্জু, দৈনিক কুড়িগ্রাম খবর সম্পাদক এস,এম ছানালাল বকসী, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এর প্রতিনিধি পাভেল, সাংবাদিক ইউনুছ আলী, অলক সরকার, আতাউর রহমান বিপ্লব, ফজলে ইলাহী স্বপন, ইউসুফ আলমগীর, বাদশা সৈকত, ওয়াহেদুজ্জামান তুহিন, জাহিদুল ইসলাম জাহিদ, খন্দকার মাহফুজ টিউটর, আশরাফুল হক রুবেল, আরিফুল ইসলাম রিগান, সাংস্কৃতিক সংগঠক আলতাফ হোসেন, নারী নেত্রী শাহানাজ বেগম নাজু, জুলিয়া ইয়াসমিন রত্না, চ্যানেল আই প্রতিনিধি শ্যামল ভৌমিক প্রমূখ।


চ্যানেল আই এর বিভিন্ন অনুষ্ঠান যেমন- কৃষি, প্রকৃতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, টকশো’র সফলতা তুলে ধরে কুড়িগ্রামের বিশিষ্টজনরা বক্তব্য রাখেন। সেই সাথে চ্যানেল আই এর আরো সফলতা কামনা করেন। 


আলোচনা শেষে চ্যানেল আই এর জনপ্রিয় অনুষ্ঠান তারায় তারায় দ্বীপশিখায় ক গ্রুপের ১ম স্থান অধিকারী ও এটিএম বাংলার আগামীর তারকা সিজেন-২ ফাইনাল পর্বের শিল্পী ফারজানা আক্তার ঝিনুক সংগীত পরিবেশন করে।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024