|
Date: 2023-10-01 07:58:07 |
পৃথিবীতে বেঁচে থাকার জন্য ভালোবাসা জরুরী নয়।ভালোবাসা জরুরী হচ্ছে মানুষের ভালো থাকার জন্য–ভালো ভাবে বাঁচার জন্য।
ভালোবাসা ছাড়াও মানুষ বাঁচে তবে ভালো থাকতে পারে না।ব্যক্তিগত সম্পর্কগুলোতে ভালোবাসা অপরিহার্য। মা-বাবার ভালোবাসা,সন্তানের ভালোবাসা,ভাই-বোনের ভালোবাসা,স্বামী-স্ত্রীর ভালোবাসা কিংবা প্রেমিক-প্রেমিকার ভালোবাসা ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ।
কতশত হতাশা,অভাববোধ,দুঃখ-যন্ত্রণা মানুষের জীবনে,এসব কিছু মানুষ অনায়াসে ভুলে থাকতে পারে,কারো না কারো সত্যিকারের ভালোবাসা পেলে।বেঁচে থাকতে যেমন মানুষের প্রয়োজন নিঃশ্বাসের,ঠিক তেমনি ভালো ভাবে বাঁচার জন্য প্রয়োজন হয় মানুষের ভালোবাসার।
সারাদিনের জমানো দুঃখগুলোকেও মানুষ কারো না কারো সাথে ভাগ করে নিতে চায়।সারাদিনের সমস্ত ক্লান্তি নিয়ে কারো কাছে নিজেকে জমা রাখতে চায়,স্বস্তি চায়।পৃথিবীর এমন কোনো মানুষ নেই যারা মানুষের ভালোবাসা না আশা করে।যারা ভালোবাসার জগতে ঠকে যায়,তারাও একটা সময় ভালোবাসা পেতেই ঠকে যাওয়ার স্বাদ ভোগ করে!
যতদিন বেঁচে থাকা,ততদিন অন্তত ভালোবাসাকে অস্বীকার করা যায় না।ভালোবাসা ছড়িয়ে দিতে হয় সবার মাঝে। ঠুনকো এ জীবনে কত যন্ত্রণা,দুঃখ-কষ্ট নিয়ে মানুষ সামান্য ভালোবাসার জন্য কাঙ্গাল হয়ে বসে থাকে,তার খোঁজ আমরা ঠিক ক'জন রাখি?
লেখক : প্রণব মন্ডল, কবি এবং শিক্ষার্থী।
© Deshchitro 2024