সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে নিজের পাতা ফাঁদে নিজেরই প্রাণ গেল।   
ইঁদুরের উপদ্রব হতে রক্ষা পাওয়ার জন্য ধানক্ষেতের চারপাশে বৈদ্যুতিক ফাঁদ তৈরী করেন কৃষক শোকর আলী (৫৮)। নিজের তৈরী ফাঁদেই অসাবধানতা বসত স্পৃষ্ট হয়ে প্রাণ গেলো তার।

 শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার উত্তর কদমতলা গ্রামে নিজ বাড়ির পাশে ধান ক্ষেতে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামে মৃত মোবারক গাজীর ছেলে।

পরিবারের সুত্র দিয়ে মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান অসীম মৃধা জানান, এশারের নামাজ শেষে ধান ক্ষেতে যেয়ে আর বাড়িতে ফেরেননি কৃষক শোকর আলী। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ধানক্ষেত হতে তার মরদেহ উদ্ধার করে।

 শ্যামনগর থানা ওসি মোঃ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024