|
Date: 2023-10-01 13:17:08 |
উপকূলের যুবদের সম্পৃক্ততায় পরিবেশ সুরক্ষার উদ্যোগ রিইবের
রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ যুব সমাজ দেশের সচেতন নাগরিক। দেশ ও জাতি গঠনে রয়েছে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সততা, নিষ্ঠা, দেশপ্রেমে উদ্বুদ্ধ যুবরাই জাতির সেরা সম্পদ। যুবরাই ত্যাগের মাধ্যমে, পরিশ্রমের দ্বারা জাতীয় অগ্রগতিতে ভূমিকা রাখতে পারে। যৌবনই মানব জীবনের শ্রেষ্ঠ সময়। এ সময়ে কর্মে উদ্দীপনা থাকে। আর এই উদ্দীপনাকে কাজে লাগিয়ে উপকূলীয় এলাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত এলাকা ঈশ^রীপুর ও রমজাননগর ইউনিয়নের ধূমঘাট, বংশীপুর ও পাতড়াখোলা গ্রামে পরিবেশ, প্রতিবেশ সুরক্ষা ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপন করলেন। একই সাথে বর্তমানে প্রকৃতির বিপদজনক মৃত্যু বজ্রপাতের থেকে রক্ষা পাওয়ার জন্য তাল বীজ রোপন করলেন।
গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ ইনিশিয়েটিভ্স বাংলাদেশ(রিইব) এর সহায়তায় রোসা লাক্সেস্বাগ স্টিফ্টুং(আরএলএস) এর অর্থায়নে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে অর্ধ সহস্রাধিক তাল বীজ ও দুই শত বনজ,ফলজ ও ভেষজ বৃক্ষ রোপন করেন। যুবদের এ সকল কাজে অগ্রণী ভূমিকা রাখতে বা উদ্বুদ্ধ করতে বৃক্ষ রোপন কার্যক্রম উদ্বোধন করেন গবেষণা প্রতিষ্ঠান রিইব ঢাকার পরিচালক সুরাইয়া বেগম। পরিচালক সুরাইয়া বেগম বলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের লক্ষাধিক বৃক্ষ রোপনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে রিইব যুবদের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় বৃক্ষ রোপন কার্যক্রম করল।
রিইব শ্যামনগর উপজেলায় প্রতিবেশগত জেন্ডার ন্যায্যতা ও সুস্থায়ীত্বের রুপান্তরণ প্রকল্পের মাধ্যমে ঈশ^রীপুর ও রমজাননগর ইউনিয়নে জীববৈচিত্র্য নির্ভর কৃষিতে উদ্বুদ্ধ করতে কৃষকদের মধ্যে সাড়া ফেলেছে গণ গবেষণা দল সৃষ্টির মাধ্যমে।
গণ-গবেষণা দল ভুক্ত কৃষকরা জৈব প্রযুক্তি নির্ভর কৃষি উৎপাদন, জৈব উপায়ে বালাই প্রতিরোধক তৈরী ও বালাই প্রতিরোধ, দলবদ্ধভাবে নারী -পুরুষ কৃষক কর্মে অংশ গ্রহণ, দলগত মত বিনিময় করছেন। এমনকি যুবদের অংশ গ্রহণে পরিবেশিত হচ্ছে জনসচেতনতায় নাটক বা নাটিকা।
রিইবের গবেষণা সহকারী চৈতন্য কুমার দাস ও পরিচালক সুরাইয়া বেগম বলেন কৃষকদের জীববৈচিত্র্য নির্ভর উৎপাদিত ফসল বিপননের ক্ষেত্র তৈরী করা প্রয়োজন। বিপনন ক্ষেত্র না থাকায় কৃষকরা ফসলের ন্যায্য মূল্য সঠিকভাবে পাচ্ছেন না।
শ্যামনগর উপজেলায় রয়েছে আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের বসবাস। আদিবাসী সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে জীববৈচিত্র্য নির্ভর কৃষির সাথে সম্পৃক্ত করতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে। মুন্ডা সম্প্রদায়ের বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। একই সাথে কৃষিতে নারীর সম্পৃক্ততা বৃদ্ধির জন্য গবেষনা প্রতিষ্ঠান রিইব কাজ করছেন।
ছবি- শ্যামনগরের পশ্চিম ধূমঘাট গ্রামে রিইবের উদ্যোগে বৃক্ষ রোপন কার্যক্রম।
© Deshchitro 2024