আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নৌকার মার্কার মনোনয়নপ্রত্যাশী অধ্যাপক খায়রুল আলম বাবুলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১লা অক্টোবর) সন্ধ্যায় নির্বাচনী এলাকা ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নের বটতলী বাজারে আলহাজ্ব কবেজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন—নীলফামারী-১ আসনে নৌকার মনোনয়নপ্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ডোমার উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল।

রাত ৮টায় ইউনিয়নের বুড়ির হাটে অনিল চন্দ্র রায়ের সভাপতিত্বে ও তাঁতী লীগ সভাপতি নীরঞ্জন রায়ের সঞ্চালনায় এবং রাত ৯টায় পিপড়ার বাজারে ডোমার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ আরিফুর রহমান মিলনের সঞ্চালনায় পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় নীলফামারী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল বলেন, আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি। গত দুইবার মনোনয়ন চেয়েও পাইনি। এবার দেশরত্ন শেখ হাসিনা আমাকে দলীয় মনোনয়ন প্রদান করলে ইনশাআল্লাহ নীলফামারী-১ আসনে জয়যুক্ত হয়ে ডোমার ও ডিমলা উপজেলার গণমানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবো।

এসময় আরও বক্তব্য রাখেন—ডোমার পৌর আওয়ামী যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান রাসেল, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় রায়, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য মোঃ তাজিমুল ইসলাম শিমু, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সাবেক সভাপতি মোঃ সাখাওয়াৎ আমিন সৈকত, পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তানভীর রশিদ তুর্য্য, ছাত্রলীগ নেতা আজমির রহমান রিশাদ প্রমুখ।

অন্যদিকে, হরিণচড়া ইউনিয়নের ধরণীগঞ্জ হাটে উপস্থিত জনতা ও দোকান মালিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা প্রচার সহ গণসংযোগ করেন অধ্যাপক খায়রুল আলম বাবুল।

এর আগে, গতকাল শনিবার (৩০শে সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার সোনারায় ইউনিয়নের ডুগডুগি বাজারে সাবেক চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়া একই ইউনিয়নের ফার্মের হাট ও জাল্লির মোড় এলাকায় গণসংযোগ করেন তিনি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024