কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় ও এসপিএল ক্রিকেট কমিটির আয়োজনে উদ্বোধন হলো ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৩


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এসপিএল ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৩ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সোমবার (২ অক্টোবর) বিকেলে শ্রীমঙ্গল পৌর শহরের কালিঘাট রোডস্থ চলন্তিকা ক্রীড়া চক্র মাঠে বর্ণাঢ্য আয়োজনে ক্রিকেট প্রিমিয়ার লীগের ট্রফির মোড়ক উন্মোচন করা হয়েছে।

এসপিএল ক্রিকেট কমিটির আয়োজনে এবং কালিঘাট রোড স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র-২ ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মীর এম এ সালাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ হানিফ চৌধুরী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল জব্বার আজাদ, শ্রীমঙ্গল পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মোঃ এহসানুল হক, সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী।


আরও উপস্থিত ছিলেন কালিঘাট রোড স্পোর্টস একাডেমির প্রধান উপদেষ্টা শাহিন আহমেদ, একাডেমির সভাপতি শিমুল আহমদ, মৌলভীবাজার জেলা ক্রিকেট কোচ রাসেল আহমদ, মোশাররফ হোসাইন রাজ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024