◾ সোহানুর রহমান সোহাগ 


জনপ্রিয় স্ট্যান্ড আপ কমেডিয়ান, উপস্থাপক এবং অভিনেতা মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় তার ই হাতে গড়া সংগঠন 'বাংলাদেশ কমেডি ক্লাব' এ।


পান্থপথে অবস্থিত প্রধান কার্যালয়ে গতকাল শুক্রবার বিকাল ৬ টায় এই মোনাজাতে অংশ নেন রনির পরিবারের সদস্য ও কমেডি ক্লাবের সদস্যরা। জেলা পর্যায়ের ৩৫টি কমেডি ক্লাবও দোয়ার আয়োজন করছে ক'দিন ধরে।


কমেডি ক্লাবের সভাপতি কমেডিয়ান সাইফুর রহমান বলেন ' রনি আগের চেয়ে এখন অনেক ভাল আছে। বিশেষজ্ঞ ডাক্তারগন তার চিকিৎসা করতেছেন। খুব তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবেন। সকলের দোয়া কামনা করছি।"


এছাড়াও মোনাজাতে অংশ নেন বাংলাদেশ কমেডি ক্লাবের সহ সভাপতি মো. পরশ, সাধারণ সম্পাদক ফজলুল হক সাকি, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক হৃদয়, প্রচার সম্পাদক মো.তৌহিদ,সহ দপ্তর সম্পাদক হৃদয় আল মিরু, ঢাকা কমেডি ক্লাবের সভাপতি এ কে এম ওয়াসিউল্লাহ, লাইন বাংলাদেশের সত্বাধিকারী মো আঃ হক সহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন অর্থ সম্পাদক মিজানুর রহমান রীজু।


উল্লেখ্য যে গত ১৬ সেপ্টেম্বর গাজিপুরে বাংলাদেশ পুলিশের একটি প্রোগ্রামে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে দগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024