যশোরের ভয়নগরে জাতীয় উৎপাদনশীলতা দিবসে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় উৎপাদনশীলতা উপলক্ষে ( ২ অক্টোবর) সোমবার সকালে অভয়নগর উপজেলা প্রশাসনের ও কৃষি বিভাগের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কেএম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি অফিসার লাভলী বেগম। এসময় উপস্থিত ছিলেন দৈনিক নওয়াপাড়ার নির্বাহী সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজ কুমার পাল প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকল্পে আইসিটি অফিসার আহসান হাবীব আনছার ভিডিপি কর্মকর্তা জেসমিন আক্তার। আনছার ভিডিপি কর্মকর্তা জেসমিন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো:মুসফিকুর রহমান।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024