কলমাকান্দায় "বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার"সপ্তাহ উদ্ভোধন


মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা


নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায়"বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার" সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। এবারের শিশু দিবসের প্রতিপাদ্য "শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব  গড়ি"।


সোমবার (২ অক্টোবর) কলমাকান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে "বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার"সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান। প্রধান অথিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। 



অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা মহিলাও শিশু বিষয়ক অফিসার জান্নাতুল ফেরদৌস মীম,কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মোঃ জালাল উদ্দিন আহম্মেদ, কলমাকান্দা প্রেসক্লাব সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ ফখরুল আলম খসরু প্রমুখ। 



এ ছাড়াও শত শত শিশদের নিয়ে একটি  র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024