|
Date: 2023-10-02 14:15:04 |
জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ৫ নম্বর চর এলাকা থেকে আঙ্গুরী বেগম (৫০) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আঙ্গুরী বেগম ঐ এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী এবং মৃত হোসেন আলী শেখের মেয়ে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার (১ অক্টোবর) রাতে আমিজ উদ্দিন নাটক দেখতে যান। রাত ৩টার দিকে বাড়ি ফিরে তিনি কোনো সাড়াশব্দ না পেয়ে অনেক ডাকাডাকি ও খোঁজাখুঁজি করেন। পরে মাচার ওপর আঙ্গুরির ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার করেন। এ সময় প্রতিবেশীরা এসে পুলিশকে খবর দেন। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© Deshchitro 2024