রাজবাড়ী জেলার সদর থানার আলোচিত ধর্ষণ মামলায় পলাতক একমাত্র প্রধান আসামি কামরুল’কে রাজধানীর ভাটারা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার ২রা অক্টোবর দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে ফরিদপুর র‍্যাব-১০ এর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার জানান, গতকাল ০১ অক্টোবর সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও র‌্যাব- ১ এর সহযোগীতায় রাজধানী ঢাকার ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার  নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলার পলাতক একমাত্র প্রধান আসামি মোঃ কামরুল ইসলাম পারভেজ (৩০), কে গ্রেফতার করা হয়েছে। সে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানাধীন দৌলতদিয়া ইউনিয়নের শাহাজদ্দিন বেপারী পাড়া গ্রামের মোঃ ইমরান হোসেন বাবু বেপারীর ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি কামরুল ইসলাম পারভোজ উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। পরে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024