|
Date: 2023-10-02 15:16:47 |
লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে 'এমভি আল নাহিয়ান' নামক একটি কয়লাবাহী জাহাজ ডুবে গেছে।বেঁচে গিয়েছেন জাহাজে থাকা ১২ জন নাবিক-শ্রমিক। তারা পাশবর্তী আরেকটি জাহাজে আশ্রয় নেন।
আজ ২ অক্টোবর(সোমবার) সকালে রামগতি উপজেলার মেঘনা নদীর চর গজারিয়া এলাকায় এমন দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেন রামগতির বড়খেরী নৌ-পুলিশের ইনচার্জ (পরিদর্শক) মো. ফেরদৌস আহমেদ।
এ বিষয়ে তিনি বলেন,চট্টগ্রাম থেকে দাউদকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসা কয়লা বোঝাই 'এমবি আল নাহিয়ান' নামক জাহাজটি লক্ষ্মীপুরের রামগতির চরগজারিয়া ও নোয়াখালীর হাতিয়ার মৌলভীর চর এলাকায় আসলে জাহাজের নিচের তলা ফেটে যায়। এতে জাহাজের বেশিরভাগ অংশ নদীতে ডুবে যায়। পরে একই কোম্পানির অন্য আরেকটি জাহাজ এসে নাবিক এবং শ্রমিকদের উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।
© Deshchitro 2024