◾ আন্তর্জাতিক ডেস্ক


ইউক্রেনের বাহিনী ঘিরে রাখার পর দেশটির পূর্বাঞ্চলীয় শহর লিমান থেকে সেনা সরিয়ে নিয়েছে রাশিয়া। এটি দোনেৎস্ক অঞ্চলের অন্তর্ভুক্ত। এ ঘটনার এক দিন আগেই শুক্রবার (৩০ সেপ্টেম্বর) আরও তিনটি অঞ্চলের সঙ্গে দোনেৎস্ককে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। লিমান শহরটিতে রুশ বাহিনীর শক্তিশালী ঘাঁটি ছিল। 


শনিবার বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, লিমান শহরের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য তাদের সেনারা লড়াই চালিয়ে যাচ্ছে। তবে সংখ্যায় বেশি হওয়ায় রাশিয়ার সেনাদের আরও সুবিধাজনক জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে।


ইউক্রেনের বিমান বাহিনী লিমানে পৌঁছার পর এবং দেশটির প্রেসিডেন্টের চিফ অব স্টাফ শহরের উপকণ্ঠে নিজেদের পতাকা উত্তোলনের ছবি পোস্ট করার পরই এমন ঘোষণা দিল রাশিয়া।


এর আগে লিমান শহরে রাশিয়ার সেনাদের ঘিরে রাখার কথা জানিয়েছিল ইউক্রেনের বাহিনী।


বিতর্কিত গণভোটের পর ইউক্রেনের চার অঞ্চল খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ ঘোষণা দেন। অঞ্চলগুলোকে সব ধরনের রাষ্ট্রীয় প্রক্রিয়া মেনে পুরোপুরি অন্তর্ভুক্ত করতে আগামী ৪ অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024