|
Date: 2023-10-02 16:47:39 |
“পিপিআর রোগের টিকা দিন, ছাগল ও ভেড়া সুস্থ্য রাখুন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় বগুড়ার শাজাহানপুর উপজেলাধীন সকল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিনামূল্যে ৩৬ হাজার ছাগল ও ভেড়াকে পিপিআর রোগের টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে।
৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৯ অক্টোবর পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বাস্তবায়ন কার্যক্রম চলমান রয়েছে। উক্ত টিকা প্রদান কর্মসূচির অংশ হিসেবে চোপীনগর ইউনিয়নে আয়োজিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা নির্বাহী অফিসার সাইদা খানমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: হোসাইন মো. রাকিবুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় সচেতনতা মূলক সভায় আরও উপস্থিত ছিলেন ভেটিরিনারি সার্জন ডা: মো: তারেক হাসান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলডিডিপি) ডা. সাধনা রাণী রায়, চোপীনগর ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, আওয়ামী লীগ নেতা ফজলুল হক মোল্লা, আজিজার রহমান, আবুল কালাম আজাদ বাচ্চু, শাহ্ আলম নান্নু প্রমুখ।
© Deshchitro 2024