খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নীলফামারীর ডোমারে ১৮ হাজার ৪৮৯ জন কার্ডধারীর মাঝে পুষ্টির চাল বিক্রয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২রা অক্টোবর) সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের মাদ্রাসাপাড়া মোড়ে খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার জাবেদুল ইসলাম সানবীমের চাল বিক্রয় পয়েন্টে কর্মসূচির উদ্বোধন করেন—ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ঋষিকেশ দেব শর্মা, খাদ্য পরিদর্শক ফাহমিদা খানম প্রমুখ।

ডোমার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ঋষিকেশ দেব শর্মা জানান, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ১০টি ইউনিয়নে ৩৭ জন ডিলারের মাধ্যমে ১৮ হাজার ৪৮৯ জন কার্ডধারী তথা ভুক্তভোগী পরিবারের মাঝে ৫ লক্ষ ৫৪ হাজার ৬৭০ কেজি পুষ্টির চাল বিক্রিয় করা হবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024