মুন্সি শাহাব উদ্দিন ( চট্টগ্রাম -লোহাগাড়া)ঃ- মানুষের জীবনে মৃত্যু অবধারিত। আয়ু শেষ হলে কোন কোনভাবে মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। এমন এক হৃদয় বিদারক ঘটনা ঘটল লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে। গতকাল সন্ধ্যা ৬টার সময় বার আউলিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে এক রিক্সা চালক প্রস্রাব করতে গেলে বিশাক্ত সাপের দংশনে তার মৃত্যু হয়। সে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ঘোনা পাড়ার নিবাসী মোহাং ইউনুস। তার বয়স আনুমানিক ৫৫ বছর। সে প্রথমে মনে করেছিল ছিকার কামড়ের শিকার শিকার হয়েছে। এই ভেবে সে বাড়ীতে চলে যায়।  পরক্ষনে অসুস্থতা বেড়ে গেলে তাকে স্থানীয় ‍্উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তথায় সে ডাক্তারের চিকিৎধীয় অবস্থায় মৃত্যূ বরণ করেন। এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024