চলতি বছর এসএসসি পরীক্ষায় রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে জিপিএ-৫ প্রাপ্ত দরিদ্র পরিবারের অদম্য মেধাবী মোছাঃ সাদিয়ার পাশে দাড়ালেন রাজশাহী কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আশরাফুল ইসলাম জাফর।

সাদিয়া রাজশাহী কলেজে এইচএসসি ব্যবসা শাখায় ভর্তি হবার যোগ্যতা অর্জন করে। কিন্তু আর্থিক ভাবে অসচ্ছল পরিবার হওয়ায় ভর্তি হতে পারতেছিলো না। সাদিয়ার বাবা মাসুম বিল্লাহ । পেশায় একজন সিএনজি চালক ও নাইট গার্ড। চার সদস্যের পরিবার চলে আর্থিক অনাটনে। রাজশাহী কলেজ ছাত্রলীগকে তার পরিবারের এমন কথা জানালে। কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে আশরাফুল ইসলাম জাফর কলেজ অধ্যক্ষকে বিষয়টি জানায়। পরে কলেজ অধ্যক্ষ অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেক ভর্তি ফি ছাড়াই কলেজ পড়ার সুযোগ দেন। এছাড়াও ছাত্রলীগের পক্ষ থেকে আশরাফুল ইসলাম জাফর সাদিয়ার লেখাপড়া চালিয়ে যেতে পাশে থাকার ঘোষণা দেন।

ছাত্রলীগ নেতা জাফর বলেন, রাজশাহী কলেজ ছাত্রলীগ সব সময় সাধারণ শিক্ষার্থীদের পাশে রয়েছে। তাদের অভাব, অভিযোগ, অনুভূতি শুনতে এবং সেই মোতাবেক কাজ করতে। সেই ধারাবাহিকতায় সাদিয়ার স্বপ্ন পূরণে পাশে দাড়িয়েছি। এছাড়াও অদম্য মেধাবী সাদিয়ার উজ্জ্বল ভবিষ্যত গড়তে তাকে সবধরনের সহায়তা করা হবে ।

এর পূর্বেও একাধিক মানবিক কাজ করে আলোচনায় আসেন রাজশাহী কলেজ ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম জাফর। কলেজ ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024