|
Date: 2023-10-03 14:31:22 |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন বাজারে সেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
বাংলাদেশ আওয়ামী লীগের গত ১৪ বছরের উন্নয়নের লিপলেট বিতরণ করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসন হতে বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশি প্রধান মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার জয়াগবাজার বাজারে বেলা ৪ টা থেকে রাত ৮টা পর্যন্ত শেখ হাসিনার উন্নয়নের লিপলেট বিতরণ ও গণসংযোগ করেন।
গণসংযোগে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়নে কথা তুলে ধরেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ধারা অব্যাহত রাখতে, এবং অসমাপ্ত কাজ গুলো শেষ করতে পঞ্চম বারের মতো নৌকার প্রার্থীর পক্ষ ভোট ও দোয়া চাইলেন আলহাজ্ব জাহাঙ্গীর আলম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ মনির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান খান বাবুল,
সাবেক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, সাবেক পৌর মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, খিলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর পলাশ ও সাবেক জেলা যুবলীগের সদস্য রিয়াজ খান প্রমূখ।
© Deshchitro 2024