|
Date: 2022-10-02 02:26:42 |
ময়মনসিংহের নান্দাইলে পারিবারিক উদ্যোগে বিনামূল্যে জনগণকে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে রহমান স্বাস্থ্যসেবা প্রকল্প নামে একটি চিকিৎসা কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছো।
শনিবার (১লা অক্টোবর)বিকালে উপজেলার মুশুলী ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এই চিকিৎসা কার্যক্রমের উদ্ভোধন করা হয়
রহমান পরিবারের সন্তান ডাক্তার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও মো.আতাউর রহমান বুলবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে রহমান স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্ভোধন করেন স্থানীয় মুশুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূইঁয়া বিল্পব।
উদ্ভোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডভোকেট হাবিবুর রহমান, সাংবাদিক এনামুল হক বাবুল, সমাজ সেবক আব্দুল লতিফ ভূইঁয়া, আব্দুল কাদির, মিজানুর রহমান (জুয়েল) আকন্দ,আব্দুল কদ্দুস,আব্দুল হান্নান প্রমুখ।
উল্লেখ্য, রহমান পরিবারের ব্যক্তিগত উদ্যোগে সপ্তাহের প্রতি রবিবার ও বৃস্পতিবার বিনামূল্য জনগণকে স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রাথমিক পর্যায়ে ডাক্তার ফৌজিয়া আক্তার নীলি চিকিৎসা সেবা প্রদান করবেন।
ডাক্তার মোস্তাফিজুর রহমান বলেন, আপনাদের এলাকাবাসীর সহযোগিতা পেলে ভবিষ্যতে এই গ্রামে একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।যাতে করে গ্রামের দরিদ্র জনগোষ্ঠী বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিতে পারে।
© Deshchitro 2024