|
Date: 2023-10-04 06:02:33 |
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স এমিলিরেশন সেন্টার (ইউপিভিএসি)-এর উদ্যোগে নীলফামারীর ডোমারে মক্তবের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে আজ।
বুধবার (৪ঠা অক্টোবর) সকাল ৮টায় উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের উত্তর মটুকপুর ডাঙ্গাপাড়ার একটি মক্তবে ইউপিভিএসির আয়োজনে অনুষ্ঠিত শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স এমিলিরেশন সেন্টারের নীলফামারী জেলা সভাপতি মোঃ আব্দুল করিম।
এসময় আরও উপস্থিত ছিলেন—মক্তবটির শিক্ষক মোঃ ওসমান গণি, ইউনিভার্সাল পিস এন্ড ভায়োলেন্স এমিলিরেশন সেন্টার (ইউপিভিএসি)-এর নীলফামারী জেলা শাখার সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান লাবু, সহ-সাধারণ সম্পাদক মোঃ সুরুজ মিয়া, স্বেচ্ছাসেবক সদস্য মোঃ ইব্রাহিম ইসলাম, মোঃ শফিকুল ইসলাম প্রমূখ।
© Deshchitro 2024