|
Date: 2023-10-04 10:33:25 |
কুমিল্লা চৌদ্দগ্রামে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই (নিঃ) লিটন চাকমা এবং সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১৪নং আলকরা ইউপি,কাইচ্ছুটি, ঢাকা টু চট্টগ্রামমুখী মহাসড়ক সংলগ্ন কাইচ্ছুটি রাস্তার মাথায় পাকা রাস্তার উপর চেক পোষ্ট ডিউটি করাকালে পুলিশের অবস্থান টের পেয়ে আসামী ১। মোঃ মনির (৩০), ২। সালে আহম্মদ মনির(৩০), ৩। সাদ্দাম (৩৫),০৩টি পোটলা পেলে দিয়ে দৌঁড়ে পালিয়ে যায়। পেলে যাওয়া পোটলা ০৩টি তল্লাশী করে ৪৫ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। অত্রধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ২৪(খ)/৪১; তে মামলা রুজু করা হয়।
উল্লেখ্য যে, ০১নং পলাতক আসামী মোঃ মনির(৩০) এর বিরুদ্ধে পূর্বের ০১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
© Deshchitro 2024