|
Date: 2023-10-04 10:34:16 |
গোপন সাংবাদিক ভিত্তিতে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে, পেশাদার ১ মাদক ব্যবসায়ীকে সোনাইমুড়ী পূর্ব পাড়া ০৬নং ওয়ার্ড শাহ আলমের বাড়ীর পিছনে ইট সলিং রাস্তার উপর হইতে ৪০০ গ্রাম গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেছে সোনাইমুড়ি থানা পুলিশ ।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শাকিল (২৩)সোনাইমুড়ি পৌরসভা ০৫নং ওয়ার্ড (মির্জা গাজীর বাড়ী মোঃ খোরশেদ আলম ছেলে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)মো: বখতিয়ার উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভা পূর্ব পাড়া ০৬নং ওয়ার্ড শাহ আলমের বাড়ীর পিছনে ইট সলিং রাস্তার উপর হইতে ৪০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করা হয় এবং এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিদের বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
© Deshchitro 2024