টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিষধর সাপের কাপড়ে  এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে পজেলার মিরপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী স্ত্রী নূরজাহান বেগমের (৫০) মৃত্যু হয়।

নুরজাহানের ছেলে রাসেল জানান, বেলা ১১টার দিকে তার মা নুরজাহান বেগম বাড়ির পাশে শাক তুলতে গেলে বিষধর সাপ তার বাম হাতের শাহাদত আঙ্গুলে কাপড় দেয়। সাথে সাথে ওই হাতের কব্জির ওপর রশি দিয়ে বেঁধে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকেরা হাতের বাঁধন খুলে দিয়ে ইনজেকশন পুষ করার কিছুক্ষণ পরই নুরজাহান মারা যান।

নুরজাহানের স্বামী নজরুল ইসলাম বেটালিয়ান আনসার সদস্য। বর্তমানে তিনি দিনাজপুরে কর্মরত আছেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024